প্রতিনিধি রামগড়:: দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধসহ দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন, কৃষি, শিক্ষা, ত্রাণ, চিকিৎসা ও আর্থিক সহায়তা সহ বিভিন্ন ধরণের জনসেবামূলক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করছে খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার ২৬ জানুয়ারি সকালে রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি এর সার্বিক দিক- নির্দেশনায় রামগড় উপজেলা সদর হতে আনুমানিক ৩.৫ কিঃ মিঃ দূরবর্তী ০১ নং রামগড় ইউনিয়নের বনবিহার এলাকায় বস বাসরত গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

একই সাথে শিক্ষা সহায়তার অংশ হিসেবে নাকাপা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে একটি কম্পিউটার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত মেডিক্যাল ক্যাম্পেইন এবং কম্পিউটার ও শিক্ষা সামগ্রী বিতরণের সময় রামগড় জোনের মেডিকেল অফিসার ও সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আহসান-উল-ইসলাম জানান, দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব ও অসহায় জনসাধারণের জীবন যাত্রার মান-উন্নয়নের জন্য এ ধরণের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।