প্রতিনিধি পানছড়ি:: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা মুবাছড়ি ইউনিটের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দুপুরে মহালছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ফাইজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কমিটি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু , প্রধান বক্তা ছিলেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং মহালছড়ি উপজেলার স্বমনয়ক বিদ্যুৎ চাকমা,বিশেষ অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
মোবাছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা কঅল্পে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাব,খাগড়াছড়ি জেলা বিএনপির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, মহালছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুর সাত্তার সাহ উপজেলা বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ২নং মুবাছড়ি ইউনিয়নের ৫১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। দুই বছর মেয়াদি কমিটিতে কান্দি মারমা কে সভাপতি এবং খোকন চাকমা কে সাধারণ সম্পাদক করা হয়।