স্টাফ রিপোর্টার:: পানুয়াছড়া সীমান্তে বিজিবির অভিযানে ১টি অবৈধ মোটরসাইকেল আটক বিজিবি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) এ তথ্য জানান রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
চট্টগ্রামর ফটিকছড়ি উপজেলার পানুয়াছড়া সীমান্তে বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দিবাগত রাতে দেড়টায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ পানুয়াছড়া বিওপি’র টহলদল ব্যাটালিয়ন অধিনায়কের দিক নির্দেশনায় সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে কয়লারমুখ নামক স্থানে ফাঁদ পেতে রাখে।
টহলদল এক পর্যায়ে ভারত থেকে চোরাকারবারীদেরকে বাংলাদেশের দিকে মোটরসাইকেল নিয়ে আসতে দেখতে দেখে টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা মোটরসাইকেলটি রেখে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ভারতীয় ইয়ামাহা মোটরসাইকেলটি জব্দ করতে সক্ষম হয় বিজিবির টহলদল।
এঘটনায় চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা, আভিযানিক কর্মকান্ড এবং চোরাচালান দমনসহ মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে।
সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করতে সকলকে অনুরোধ করেছেন বিজিবি কর্তৃপক্ষ।