স্টাফ রিপাের্টার,মাটিরাঙ্গা:: ফিলিস্তিনের মুসলমানদের উপর দখলদার ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৫ অক্টোবর ২০২৩) বিকেল ৫ টার দিকে মাটিরাঙ্গা মুক্তিযোদ্ধা প্রজন্ম-তবলছড়ি চত্তর হতে উভয় দিকে প্রায় ১কি:মি: জুড়ে খাগড়াছড়ি- চট্টগ্রাম আঞ্চলিক মহা সড়কের দুই পাশে সর্বস্তরের তৌহীদি জনতার ব্যানারে এ মানববন্ধন করে।
মানববন্ধনে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম হারুন অর রশিদের সভপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গ উপজেলা সম্মিলিত ইসলাম প্রচার সংস্থার সাধবরণ সম্পাদক মাওলানা মো: রহিম উল্লাহ, প্রক্তন ছাত্র সংসদের সভাপতি মাওলানা আব্দুল জলিল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা ইলিয়াছ, ইকরা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আহ্বায়ক আলা উদ্দিন আল হেলাল, খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের সভাপতি মুফতি আব্দুল হান্নান,কাওমীওলামা পরিষদ সভাপতি মাওলানা আক্তারুজ্জামান ফারুকী,মাটিরাঙ্গা ইমলামীয়া দাখিল মাদ্রসার প্রিন্সিপাল মাওলানা কাজি সলিমুল্লাহ,ও গোমতি জামে মসজিদের খতিব মুফতি শামীম হোসেন ফারকী।
বক্তারা বলেন, দখলদার ইসরায়েল আমাদের প্রথম কেবলা দখল করার পাঁয়তারা করছে। ফলে মুসলিম হিসেবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তারা চায় গাজা থেকে চিরতরে মুসলিমরা সরে যাক। আমরা মুসলিম হয়েও তাদের সাহায্য করতে পারছি না। আমরা মুসলিমরা একটি দেহের মতো। তাই যখনই বিশ্বের কোথাও মুসলিমরা আঘাতপ্রাপ্ত হন, তখনই আমাদের দেহেও আঘাত লাগে। এসময় ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় মানববন্ধনে অংশ গ্রহন কারিদের হাতে ‘ফ্রি ফিলিস্তিন’, ‘উই স্ট্যান্ড উইথ ফিলিস্তিন’, ‘জেরুজালেম বিলংস টু ফিলিস্তিন’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। মানববন্ধন শেষে বিশ্বশান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।