প্রতিনিধি মহালছড়ি:: সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাইসছড়ি ইউনিয়নে পাকিজাছড়ি এলাকাবাসীর আয়োজনে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় এই আয়োজন করা হয়।
এতে খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন,সহ-কোষাধ্যক্ষ সম্পাদক মোঃ জহির উদ্দিন ,মহালছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

স্মরণ সভায় বক্তারা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতৃত্বের কথা তুলে ধরে তার রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে। বক্তারা আরও বলেন, তিনি দেশ ও জনগণের কল্যাণে আজীবন কাজ করে গেছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দলীয় নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়।