
শুভ বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান।
স্টাফ রিপোর্টার:: আসন্ন শুভ বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক রবিবার (২১শে ডিসেম্বর ২০২৫) খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এই বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খ্রিস্টান ধর্মীয় উপাসনালয়ের প্রতিনিধি,বড়দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ গন্যমান্যরা উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার আসন্ন বড়দিন অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরেন।

তিনি গির্জার পরিচালক ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং উৎসব চলাকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকার আশ্বাস প্রদান করেন। একই সাথে পুলিশ সুপার মহোদয় বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশনা প্রদান করেন।
তিনি নাশকতাকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলার সকল অফিসার ইনচার্জগণকে (ওসি) নির্দেশ দেন। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার এবং বিভিন্ন চার্চের প্রতিনিধিগণ উপস্থিত থেকে উৎসবের নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।