স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালায় সমবায় সমিতি সমূহের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা সেমিনার কক্ষে দীঘিনালা উপজেলা সমবায় দপ্তর কর্তৃক আওয়তাভূক্ত সমবায় সমিতি সমূহের ব্যবস্থাপনা কমিটির ২৫জন সদস্য অংশগ্রহণে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান করা হয়।
দিনব্যাপি প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষন প্রদান করেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান খান, দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা, দীঘিনালা উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমা ও মোঃ বেলাল হোসাইন।
প্রশিক্ষণের প্রশিক্ষকরা বলেন, সমিতির হিসাব নিকাশ স্বচ্ছতা রাখতে হবে, প্রতিমাসে মিটিং করতে হবে আর বার্ষিক সাধারন সভার মাধ্যমে সমিতির আয়-ব্যয় হিসাব প্রকাশ করতে হবে। প্রশিক্ষণ নিয়ে সমিতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন মূল প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়ে হবে। যাতেকরে সমিতির সদস্যদের ভাগ্য পরির্বতন করা সম্ভব।