প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় শুক্রবার সকাল সাড়ে ১০ টায় (১৯ ডিসেম্বর ২০২৫) মহালছড়ি উপজেলা ত্রিপুরা ঐক্য পরিষদ কমিটি গঠন কল্পে মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাবু শ্যামল ত্রিপুরার সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ত্রিপুরা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু ক্ষনিরন্জন ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন,সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার মেম্বারসহ উপজেলা বিএনপি ও ত্রিপুরা ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দ।
সভায় বাবু শ্যামল ত্রিপুরা কে সভাপতি ও কতিবালা ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট মহালছড়ি উপজেলা ত্রিপুরা ঐক্য পরিষদ আংশিক কমিটি ঘোষনা করা হয়।

মহালছড়ি উপজেলায় ত্রিপুরা ঐক্য পরিষদ ও সংশ্লিষ্ট ইউনিট গঠনের কাজ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।স্থানীয় মাধ্যমে বিভিন্ন বয়সী ত্রিপুরা যুব ও মহিলা সদস্যদের অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী কমিটি ঘোষণা করা হবে, যার মাধ্যমে এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন সম্ভব হবে বলে নেতারা জানিয়েছেন।
অনুষ্ঠানে দেখা যায় উপজেলার বিভিন্ন এলাকা হতে,সকাল -সকালেই বিভিন্ন বয়সী যুবক -যুবতী, বয়োজ্যেষ্ঠ উপস্থিত হন। যেখানে যুব ও মহিলা নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, “বৈষম্যহীন ও সহানুভূতিশীল সমাজ গঠনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বিশেষ করে ত্রিপুরা সম্প্রদায়ের অগ্রগতি, শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ত্রিপুরা ঐক্য পরিষদের কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় ত্রিপুরা সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি সাংবাদিকরা উপস্থিত থেকে কমিটির কার্যক্রম সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কমিটির সদস্যরা নতুন দায়িত্ব গ্রহণের পর আশাবাদ প্রকাশ করে বলেন, “ত্রিপুরা ঐক্য পরিষদ সমাজের সব স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।