স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ১নম্বর সদর ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ড গচ্ছাবিল থেকে টানা তিনবার নির্বাচিত ইউপি সদস্য ও বর্তমান প্যানেল চেয়ারম্যান এবং খাগড়াছড়ি জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন(৪৬)কে দুইটি নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে।
মরহুমের নামাজে জানাজায় স্মরণীয় উপস্থিতি উপজেলার সাধারণ মানুষের পাশাপাশি সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, রাজনৈতিক সহযোদ্ধা, সহপাঠী, আত্মীয়স্বজনেরা উপস্থিত ছিলেন। শুক্রবার সকাল ৯টায় মরহুম নিজ এলাকা গচ্ছাবিলস্থ মানিকছড়ি ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানাজা। পরে উপজেলা সদরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ২য় নামাজে জানাজা।

এতে বক্তব্য রাখেন, (১৯ ডিসেম্বর ২০২৫) খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া, জেলা বিএনপি নেতা এম.এ.করিম, মো. এনামুল হক এনাম, উপজেলা বিএনপির আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব ও নিহতের ভাগিনা ওমর ফারুক রাজু। পরে পূর্ব গচ্ছাবিল সামাজিক মসজিদ সংলগ্ন নিজস্ব জায়গায় তাকে দাফন করা হয়।
উল্লেখ গত ১৮ ডিসেম্বর দুপুর ২.৩০ ঘটিকার সময় শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি বেসরকারি হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মা, ৩ বোন, স্ত্রী, ২ কন্যা ও ১পুত্র সন্তানসহ বহুআত্মীয়স্বজন রেখে গেছেন। এদিকে প্যানেল চেয়ারম্যান মো. মোশারফ হোসেন এর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠন পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়াসহ উপজেলা পরিষদ শোক প্রকাশসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।