সিনিয়র স্টাফ রিপোর্টার:: দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারাতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে র্যালী এবং আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে দিবস পালন করেছে গুইমারা উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১১ টায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্নার নেতৃত্বে র্যালী শেষে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মিসকাতুল তামান্না বলেন, ‘বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করলে কর্মক্ষেত্রে সম্মানজনক অবস্থান তৈরি হয় এবং আয় বাড়ে।
এতে একদিকে ব্যক্তিগত জীবনের উন্নয়ন ঘটে, অন্যদিকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ সরকার প্রবাসীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি এসব উদ্যোগ যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
এসময় গুইমারা থানার প্রতিনিধি এস আই ইমরান হোসেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক মাহবুব আলীসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।