স্টাফ রিপাের্টার:: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)। ইউপিডিএফ গণতান্ত্রিক এর সভাপতি শ্যামল কান্তি চাকমা,সহ-সভাপতি চার্মিং চাকমা,সহ-সভাপিত মিটন চাকমা, সাধারন সম্পাদক অমল কান্তি চাকমা,সাংগঠনিক সম্পাদক অমর জ্যােতি চাকমাসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) প্রথম প্রহরে খাগড়াছড়ির চেঙ্গি স্কয়ার শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ১৬ ডিসেম্বর—বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এদিন অর্জন করেছিল চূড়ান্ত বিজয়, প্রতিষ্ঠা পেয়েছিল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। এই মহান বিজয়ের পেছনে রয়েছে অগণিত শহীদের ত্যাগ, অসীম সাহস ও আত্মোৎসর্গ—যাদের রক্তের বিনিময়ে আমাদের আজকের এই স্বাধীনতা।

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদকে। তাঁদের আত্মত্যাগ শুধু একটি ভূখণ্ডের স্বাধীনতাই নিশ্চিত করেনি, বরং শোষণ-বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠার স্বপ্নকে জাগ্রত করেছে। মহান মুক্তিযুদ্ধ আমাদের শিক্ষা দেয়—স্বাধীনতা কেবল ভৌগোলিক সীমার মধ্যে সীমাবদ্ধ নয়; স্বাধীনতার প্রকৃত অর্থ নিহিত আছে মানুষের মৌলিক অধিকার, মর্যাদা, সাম্য ও ন্যায়ের প্রতিষ্ঠায়।
আজ বিজয় দিবসে দাঁড়িয়ে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে তখনই, যখন রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত হবে; যখন পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান, নিরাপত্তা ও অধিকার বাস্তবে প্রতিফলিত হবে।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) মনে করে, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সকল বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামই বিজয় দিবসের প্রকৃত অঙ্গীকার। শহীদদের আদর্শকে হৃদয়ে ধারণ করে আমরা একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ন্যায্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো। মহান বিজয় দিবসে সকল শহীদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা। শহীদরা অমর। বিজয় দিবসের চেতনা চিরজীবী হোক।