
নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণী
আব্দুল আলী,সিনিয়র স্টাফ রিপাের্টার:: গুইমারার বড়পিলাক বাজার মাঠে শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৮টায় অনুষ্ঠিত হলো বড়পিলাক যুব সমাজের আয়োজনে “বড়পিলাক নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট”-এর বর্ণাঢ্য ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।পুরো মাঠজুড়ে খেলোয়াড়, দর্শক ও উৎসুক জনতার উপস্থিতিতে জমে ওঠে উৎসবমুখর পরিবেশ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, সিন্দুকছড়ি জোন উপ-অধিনায়ক মেজর মাজহার রাব্বানী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—গুইমারা থানার ওসি (তদন্ত),উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ,সাবেক সভাপতি মোঃ ইউছুফ,সহ-সভাপতি আওলাদ হোসেন বাদল ও দিদারুল আলম বাবুল,সাধারণ সম্পাদক মাহবুব আলী,সাংগঠনিক সম্পাদক সাহবুব হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

এতে গুইমারা প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ আবদুল আলী,সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ,বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খায়রুল বাশার ও সহ-সভাপতি শাহজাহান মীর,বড়পিলাক ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তরব আলী ও সহ-সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।এছাড়াও কয়েকশত ক্রিকেটপ্রেমী দর্শক খেলা উপভোগ করতে মাঠে জড়ো হন।
১৬টি দল নিয়ে আয়োজিত এ শর্টপিচ টুর্নামেন্টের স্লোগান ছিল—মাদক ছাড়ো, মাঠে চলো—খেলাধুলাই শক্তি, খেলাধুলাই বল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে বিজয়ী হয় বড়পিলাক টিম সেচ্ছাসেবক দল এবং রানারআপ হয় বড়পিলাক মসজিদপাড়া দল। ম্যান অব দ্য ম্যাচ: মোঃ জনি,ম্যান অব দ্য টুর্নামেন্ট: মোঃ আশরাফ হোসেন। বক্তারা বলেন—খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলা, ঐক্য ও সামাজিক সৌহার্দ্য শেখায়।

এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সিন্দুকছড়ি জোন বরাবরই খেলাধুলার আয়োজনকে সহায়তা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। বিএনপি নেতৃবৃন্দ বলেন, দলটি সবসময় খেলাধুলার প্রসারে কাজ করে যাচ্ছে এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করে আসছে।
শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। আয়োজক বড়পিলাক যুব সমাজ সকল অতিথি, স্পনসর, খেলোয়াড় ও দর্শকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।