প্রতিনিধি মহালছড়ি:: মহালছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে বাদ আসর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, সভাপতি,মহালছড়ি উপজেলা বিএনপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জহিরুল হক সাধারন সম্পাদক মহালছড়ি উপজেলা বিএনপি।

আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ,যুবদলের চার ইউনিয়নর সভাপতি/সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর সুচিকিৎসা নিশ্চিত করা ও দ্রুত রোগমুক্তি কামনা করা আমাদের মানবিক দায়িত্ব।” তারা আরও বলেন, দেশের সার্বিক সংকটময় পরিস্থিতিতে বেগম জিয়ার সুস্থতা জাতির প্রত্যাশা।
পরে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মোঃ রফিকুল ইসলাম। দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।