আবদুল আলী,সিনিয়র স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নেন ইউনিয়ন জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) ইউনিয়ন পরিষদ হলরুমে এই কমিটি গঠনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কমিটি গঠন কার্যক্রম পরিচালনা করেন গুইমারা উপজেলা উপজেলা বায়োডাইভার্সিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফেসিলিটেটর ঐশ্বিক ত্রিপুরা। এ প্রকল্পটি খাগড়াছড়ি জেলা পরিষদ কর্তৃক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পটি চট্টগ্রাম হিল ট্র্যাক্টসে জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রতিবেশ পুনরুদ্ধার ও সহনশীল উন্নয়ন (BERCR) কর্মসূচির অংশ, যা চট্টগ্রাম হিল ট্র্যাক্টস বিষয়ক মন্ত্রণালয়-এর একটি চলমান উদ্যোগ। এতে উপস্থিত ছিলেন, হাফছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্যজাই মারমা, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোলাইমান, হেডম্যান কংজরী মারমাসহ স্হানীয় জনপ্রতিনিধিরা।
সকলের সম্মতিক্রমে হাফছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্যজাই মারমাকে সভাপতি করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।