স্টাফ রিপাের্টার:: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) বাদ আসর উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে দেশনেত্রীর সুস্থতা চেয়ে দোয়ার আয়োজন করেন উপজেলা বিএনপি পরিবার।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক সভাপতি ও জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয় সম্পাদক মো. এনামুল হক এনাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাস্টার আবুল কাশেম, সাবেক সাধারণ সম্পাদক মো. সামছুল হক ভূঁইয়া, আহবায়ক কমিটির সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, মো. মহিউদ্দিন কিশোরসহ শতাধিক নেতাকর্মী ও মুসল্লীরা।
মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের খতিব মাওলানা আহমদুল হক।