প্রেস বিজ্ঞপ্তি: খাগড়াছড়িতে বিএনপির সকল রাজনৈতিক কর্মসূচী বন্ধের নির্দেশ দিয়েছে দলটি। মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) দলটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সকল রাজনৈতিক কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।
এতে বলা হয়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। তাঁর এই সংকটময় অবস্থায় দোয়া, সহমর্মিতা ও সমর্থন জানানোতে খাগড়াছড়ির সকল নাগরিকের প্রতি জেলা বিএনপি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশনেত্রী সুস্থ না হওয়া পর্যন্ত জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন সমূহের সকল রাজনৈতিক কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল, কুরআনখানি ও ইবাদত মূলক কার্যক্রম চলমান থাকবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার রাজনৈতিক কর্মসূচী বন্ধ থাকিবে। খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক নিপু আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।