স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. এনামুল হক প্রকাশ এনাম মেম্বার(৬৫)এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়াসহ উপজেলা বিএনপির সাবেক ও বর্তমান আহবায়ক কমিটির নেতৃবৃন্দসহ নানা পেশার মানুষ।
গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রামের একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও টানা কয়েকবার নির্বাচিত ইউপি সদস্য মো. এনামুল হকের মৃত্যু ঘটে। (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা, জামাতা, নাতি- নাতনিসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপির এই প্রবীণ নেতার মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সমবেদনা জানিয়েছেন। এছাড়া উপজেলা বিএনপির আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব৷
সদস্য সচিব মো. মীর হোসেনসহ সাবেক সভাপতি এম. এ. করিম, মো. এনামুল হক এনাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মো. হাফিজ আহমেদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক সমাজ ও ব্যবসায়ীরা শোক প্রকাশ করেছেন।
বাদ আছর কালাপানি গ্যাসফিল্ড মাঠে মরহুমের নামাজে জানাজায় উপজেলা বিএনপির পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন,সহ কোষাধ্যক্ষ জহির আহম্মেদ,স্থানীয় বিষয়ক সম্পাদক এমএ করিম,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম,মানিকছড়ি উপজেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান,সদস্য সচিব মো. মীর হোসেনসহ মানিকছড়ি উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হয়।