চার দফা বাস্তবায়নের দাবী।
স্টাফ রিপাের্টার:: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের সাথে বৈষম্যের প্রতিবাদ ও চার দফা বাস্তবায়নেরনের দাবীতে ২য় দিনের মতো খাগড়াছড়ির মানিকছড়িতে কর্মবিরতি চলছে। এদিকে চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে চলছে উদ্বেগ উৎকণ্ঠা!
দেশব্যাপী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের সাথে দীর্ঘদিন চলে আসা বৈষম্যের প্রতিবাদ ও চার দফা বাস্তবায়নের দাবীতে ১ডিসেম্বর থেকে চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ করে শিক্ষকেরা আন্দোলনে থাকায় আজও (২ ডিসেম্বর)পরীক্ষা বন্ধ রয়েছে!
ফলে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার একমাত্র রাণী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী মাঠে ঘুরে সময় নষ্ট করছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠানের প্রধান ফটকে কর্মবিরতির ব্যানার ঝুলিয়ে শিক্ষকেরা অফিসে খোশগল্পে রয়েছে! অন্যদিকে শিক্ষার্থীরা মাঠে এবং সিঁড়িতে আড্ডা ও খেলাধূলায় মেতে উঠছে!
এ সময় নাম প্রকাশ না করে একাধিক শিক্ষার্থী বলেন, সরকার স্যারদের সাথে বেতন গ্রেডসহ নানা বিষয়ে বৈষম্য করায় স্যারেরা কর্মবিরতি করায় আমাদের পরীক্ষা মাঝ পথে থেমে গেছে! কখন আবার পরীক্ষা শুরু হবে সে বিষয়ে খবর রাখতে দূর-দূরান্ত থেকে স্কুলে আসতেই হয়! মা-বাবারাওাও আমাদের বিষয়ে চিন্তিত!
এ সময় সিনিয়র শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউল্লাহ বলেন, সরকার দীর্ঘদিন ধরে সরকারি স্কুলের মাধ্যমিক শিক্ষকদের দাবী ৯ম গ্রেডের দাবী উপেক্ষা করছে। বিদ্যালয় ও পরিদর্শক শাখায় সকল শুন্য পদে নিয়োগ, পদোন্নতি, পদায়ণ বন্ধ রাখাসহ আমাদের চার দফা দাবি বাস্তবায়ন না করে আমাদের সাথে বৈষম্য করছে!
ফলে আমাদের ঘোষিত চার দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা( সহকারী শিক্ষক) কর্মবিরতি চালিয়ে যাব। আশা করি সরকার আমাদের গঠনমূলক দাবীগুলো মেনে নেবেন। ৪দফা মেনে নিলে আমরা ক্লাসে ফিরে যাব।