স্টাফ রিপাের্টার:: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের( বিএনপির) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে দলীয় অফিস ও মাদরাসায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকেল ২টায় উপজেলা বিএনপির আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মো. মীর হোসেনসহ কমিটির সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় নেত্রীর রোগমুক্তি ও দ্রুত সুস্থতা চেয়ে মোনাজাত পরিচালনা করেন আহবায়ক কমিটি অন্যতম সদস্য মাওলানা মো. ওয়ালিউল্লাহ।

এদিকে বাদ জোহর জিয়ানগর গুচ্ছগ্রামস্থ দারুল এহসান মাদরাসা ও এতিম খানায় দোয়ার অনুষ্ঠান আয়োজন করেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি মো. এনামুল হক এনাম। এতে বিএনপি পরিবারের একাধিক সিনিয়র নেতৃত্ব উপস্থিত ছিলেন। এসময় মোনাজাত পরিচালনা করেন মাদরাসা পরিচালক মাওলানা মো. নাছির উদ্দীন।