স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও ২ সন্তানের জনক( ১ পুত্র, ১ কন্যা) মো. বেলাল মোড়ল (৪৮) দীর্ঘদিন কিডনি জটিলতায় ঢাকার সিকেডি ইউরোলজি হসপিটালে চিকিৎসক ডা. মো. কামরুল হাসানের অধীনে চিকিৎসাধীন।
দীর্ঘ দিন চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষায় বেলাল মোড়ালের দুইটি কিডনি ড্যামেজ(অকেজো)! ফলে বেলাল মোড়ালের জীবন প্রদীপ যখন নিভু নিভু অবস্থা! ঠিক সে সময়ে জীবনসঙ্গীনি স্ত্রী মোসাম্মৎ ফাতেমা বেগম হেনা( ৪৬) স্বামীর জীবন রক্ষায় নিজের একটি কিডনি দান করার সম্মতি দেন! যার ফলে বৃহস্পতিবার রাতে বেলাল মোড়াল ও ফাতেমা বেগমের কিডনি ট্রান্সপার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বেলাল মোড়ালের জ্যেষ্ঠপুত্র মো. ওমর ফারুক রাজু বলেন, আব্বার জীবন রক্ষায় আম্মু তাঁর একটি কিডনি দান করেছেন। বৃহস্পতিবার রাতে সিকেডি ইউরোলজি হসপিটালে কিডনি ট্রান্সপার করা হয়েছে। আব্বু, আম্মু সুস্থ আছেন।
অসুস্থ স্বামীর জীবন বাঁচতে স্ত্রীর কিডনি দানের বিষয়ট নিঃসন্দেহে অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বলেন, স্বামীর প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটা কিডনি দান করলেন স্ত্রী।
আজকাল সমাজে স্বামী,স্ত্রী বা সন্তানের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনেক ক্ষেত্রে যেখানে চির ধরছে! সেসময় একজন স্ত্রী তাঁর জীবন সঙ্গিনীর জন্য কিডনি দান নিঃসন্দেহে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন