স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি পৌরসভার কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪ টায় পৌর সম্মেলন কক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) -এর আয়োজনে উন্নয়ন ও পরিবেশ বিষয়ক এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি বেলা রানী দাশ।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাগড়াছড়ি এবং পৌর প্রশাসক হাসান মারুফ। এছাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, মেডিকেল অফিসারসহ সনাক সদস্য এম এ মর্তুজা পলাশ এবং খাগড়াছড়ি সনাক-টিআইবি এর এরিয়া কো-অর্ডিনেটর নুরুল আলাল এতে উপস্থিত ছিলেন।
আলোচনায় ইয়েস (ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট) সদস্যগণ এবং এসিজি (অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ) সদস্যগণ অংশ নেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পৌর কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকতা,সততা এবং জবাবদিহিতার পাশাপাশি নাগরিকদের সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং একান্ত সহযোগিতাই পারে এ পৌরসভাকে একটি আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।