প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা তাঁতি দলের আয়োজনে খাগড়াছড়ি জেলা তাঁতী দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে গণসংযোগ ও ধানের শীষের প্রচারণা। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) বেলা ১১টার দিকে মহালছড়ি বাজার এলাকায় এই প্রচারণা করা হয়।
খাগড়াছড়ি জেলা তাঁতী দলের সভাপতি মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে এই গণসংযোগ ও প্রচারণায় উপস্থিত ছিলেন, জেলা তাতী দলের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন ভুইয়াসহ জেলা তাতী দলের সিনিয়র নেতৃবৃন্দরা।

মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক,সিনিয়র যগ্ন সম্পাদক মোঃ আব্দুল সাত্তার মেম্বার, উপজেলা তাতী দলের সভাপতি মোঃ হাসেম আলী। বাজারের বিভিন্ন দোকানপাট, ব্যবসায়ী, সাধারণ ভোটার ও পথচারীদের কাছে গিয়ে তাঁতী দলের নেতারা বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
প্রচারণা চলাকালে সভাপতি মোঃ আলমগীর হোসেন বলেন,“খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপির একমাত্র যোগ্য ও জনবান্ধব প্রার্থী জননেতা ওয়াদুদ ভূইয়া। উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ পাহাড়ের রাজনীতি নিশ্চিত করতে তাঁকে বিজয়ী করা জরুরি। আমরা ভোটারদের কাছে ওয়াদুদ ভূইয়ার বার্তা পৌঁছে দিতে মাঠে আছি।”
এসময় তাঁতী দলের অন্যান্য নেতাকর্মীরাও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন। প্রচারণায় স্থানীয়ভাবে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় বলে জানান এলাকাবাসী।