স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে মো: ইসমাইল হোসেন সিরাজী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) দুপুরের দিকে মাটিরাঙ্গা ৭নং পৌর ওয়ার্ড চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে আটক করেন মাটিরাঙ্গা জোন। আটককৃত ব্যক্তি উপজেলার তাইন্দং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকার আব্দুর রাজ্জাক এর ছেলে।
মাটিরাঙ্গা জোন সূত্রে জানান যায়, গোপন সংবাদের ভিত্তিতে জোন অধিনায়ক এর নির্দেশক্রমে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে স্পেশাল টহল দল চৌধুরীপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন সিরাজীর ভাড়া বাসায় তল্লাশী চালিয়ে একটি মোটরসাইকেলসহ ৫৩ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী।
উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে গ্যাস লাইট-২১ টি, নগদ ৪৭৬০টাকা, ইয়াবা কন্ট্রোলার-১৮ পিস, ড্রাইভিং লাইসেন্স -০১টি, গ্যাস লাইটার ফিলিং বোতল-০১ টি, মোবাইল ফোন-০২টি ( এ্যান্ড্রয়েড -০১, বাটন-০১), মোবাইল চার্জার-০১ টি, মানি ব্যাক-০১টি, স্টাম স্টিক-০১টি, মোটরসাইকেল এফজেড(ভার্সন-২)-০১ টি, সিজার-০১ টি, বাতি-০১টি।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত মাদক কারবারিকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। মাটিরাঙ্গার সার্বিক পরিস্থিতি রক্ষার্থে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।