আল-মামুন:: বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর পক্ষ থেকে খাগড়াছড়ির জেলা সদরের শালবন ৬নং ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর ২০২৫) দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় অসহায় ও নিম্নবিত্ত মানুষের মাঝে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগ নির্ণয়,রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ প্রদানসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। পাশাপাশি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এতে এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, “মানুষের উপকারে থাকা আমার নৈতিক দায়িত্ব। এই মানবিক ও কল্যাণমূলক কাজ ধারাবাহিকভাবে চলবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ির জেলা সদরের শালবন ৬নং ওয়ার্ডের সভাপতি মোস্তফা কামাল,সেক্রেটারি আল আমিন লিটন,জেলা প্রচার বিভাগের প্রধান ইয়াকুব আলীসহ স্থানীয় গণ্যমান্যরা এতে অংশ নেন।
স্থানীয়রা এই জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের কার্যক্রম জনগণের প্রকৃত প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।