স্টাফ রিপাের্টার:: ২০২৫-২৬ অর্থবছরে রবি মওসুমে সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম,অড়হর, বোরো( উফসী এবং হাইব্রিড)ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ২২০জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।
১২ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা বিএডিসি ভবনের সামনে ২২০ জন প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ১কেজি সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া, কৃষি কর্মকর্তা জহির রায়হান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রিপন হোসেন ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আমির হোসেনসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।