মো. সোহেল রানা:: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় হাইকোর্টের আদেশ অমান্য করে ইট তৈরি করায় কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়েছে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান।
সোমবার (১০ নভেম্বর ২০২৫) দুপুরে দীঘিনালা ইউনিয়নের পুলিন হেডম্যান পাড়ায় অবস্থিত আল্লার দান ইটভাটায় ইট তৈরি অভিযোগে ইটভাটা গিয়ে প্রায় ১ লাখ তৈরি করা কাঁচা ইট নষ্ট করে দেয়া হয়।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান বলেন, হাইকোর্ট এর আদেশ ও পরিবেশ অধিদপ্তরের নিদেশ অনুযায়ী গত তিন মাস আগে নোটিশ নিয়ে জানিয়ে দেয়া হয়েছে পার্বত্য অঞ্চলের ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ।
তারপরও গোপনে আল্লাহ দান ইটভাটা অবৈধ ভাবে হাইকোর্ট আদেশ অমান্য করে ইট তৈরি করছিল। তাই তৈরি করা কাঁচা ও আধা শুকনা ইটগুলো নষ্ট করে দেয় হয়েছে।