স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:: খাগড়াছড়ি জেলা কারাগার থেকে দুই হাজতি আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বিষয়টি নিশ্চিত করেন।
ডিসি জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফকে প্রধান করে ৫ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পুলিশ সুপারের প্রতিনিধি, গণপূর্ত বিভাগের প্রতিনিধি, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদস্য হিসেবে রয়েছেন। একই সঙ্গে পলাতক আসামি ধরতে পুলিশের অভিযানও চলছে।
এর আগে বিকাল ৫টার দিকে খাগড়াছড়ি জেলা কারাগারের দক্ষিণ পাশের দেওয়াল পাইপ বেয়ে উঠে টপকে দুই হাজতি পালানোর চেষ্টা করে। দায়িত্বপ্রাপ্ত কারারক্ষীদের নজরে আসলে লাঠি ছুড়ে থামানোর চেষ্টা ব্যর্থ হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কারারক্ষী জানিয়েছেন।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, পালিয়ে যাওয়া দুই আসামির মধ্যে রাজিব হোসেন নামে একজনকে শহরের টিএনটি গেইট এলাকা থেকে আবার আটক করা হয়েছে। তবে অপর আসামি শফিকুল ইসলাম এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।