আল-মামুন:: খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন এর নেতৃত্বে মহালছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। শনিবার (৮ নভেম্বর ২০২৫) বাংলাদেশ জামায়াতে ইসলামী এর নেতৃবৃন্দরা মহালছড়ি ছুটে যান।

খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন এর নেতৃত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২৯৮ নং সংসদীয় আসনের এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর উপস্থিতিতে একটি প্রতিনিধি দল মহালছড়ি বাজারে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রতিনিধি দলের সদস্যরা ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে কথা বলেন, তাদের ক্ষয়ক্ষতি, আর্থিক কষ্ট ও দুঃসহ অভিজ্ঞতার কথা শোনেন এবং সান্ত্বনা প্রদান করেন।এ সময় এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন — “এই কষ্ট একা কারো নয়, এই কষ্ট আমাদের সবার। ইনশাআল্লাহ, আমরা একসাথে পুনর্গঠনের পথ তৈরি করবো। ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহায়তার সর্বোচ্চ চেষ্টা করবো।”
তিনি ক্ষতিগ্রস্ত ১৮ জন ব্যবসায়ীকে আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের দ্রুত পুনর্বাসনের জন্য দোয়া কামনা করেন।