প্রতিনিধি পানছড়ি:: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে পানছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকেলে পানছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মোঃ মাহবুব আলম সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ নাছির উদ্দিন সিকদার, সহ-সভাপতি, মোঃ আমির খান ঝিনুক, সাংগঠনিক সম্পাদক মো: ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা যুবদল, বাবু কমল বিকাশ ত্রিপুরা,যুগ্ম সম্পাদক, জেলা যুবদল, মোঃ তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক, পানছড়ি উপজেলা বিএনপি,জেলা যুবদলের সহ-সভাপতি।
সভায় বক্তারা বলেন, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভোটের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ আফছার, সঞ্চাচালনা করেন সদস্য সচিব মোঃ সেলিম সভায় বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।