আল-মামুন:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের (খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এ তালিকা প্রকাশ করেন।

ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা হলেন- খাগড়াছড়ি- আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটি- দীপেন দেওয়ান ও বান্দরবান- সাচিং প্রু। দলটির সূত্র জানায়, এবারের মনোনয়নে প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক অবস্থান ও মাঠ পর্যায়ের কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে নির্বাচনে অংশ নিচ্ছে। তবে পরিস্থিতি অনুযায়ী ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে বলেও তিনি উল্লেখ করেন