মো: সোহেল রানা,স্টাফ রিপোর্টার:: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টায় দীঘিনালা উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় আয়োজনে ৫৪তম সমবায় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম সম্মেলন কক্ষে ৫৪তম সমবায় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা করে।
দীঘিনালা উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমা সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দীঘিনালা উপজেলা পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মো: সোহেল রানা। দীঘিনালা থানা অফিসার ইনচার্জ ওসি মো: জাকারিয়া প্রমূখ।
সমবায় সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন, এমাং নারী যুবকল্যান সমবায় সমিতি লি: সভাপতি সুমনা ত্রিপুরা, বেতছড়ি বাজার ব্যবসায়ী সমিতি লি: প্রতিনিধি মো: আব্দুল সোবাহান।
আলোচনা সভায় বক্তরা বলেন, একক প্রচেষ্ঠায় দারিদ্র বিমোচন করা সম্ভব না। সমবায় সমিতির মাধ্যমে সকলে প্রচেষ্ঠায় দারিদ্র বিমোচন করে স্বাবলম্বী হওয়া সম্ভব। তাই সমিতি সঞ্চয় জমা করে সকলে মিলে বহুমূখী প্রকল্প নিয়ে ভাগ্য পরিবর্তন করা যায়।
আয়ে চেয়ে ব্যয় বেশি করা যাবে না। গ্রামীন সকল উৎপাদিত পন্য সমবায় সমিতির মাধ্যবে বেঁচা-কিনা করতে পারলে ন্যায্যমূল্য পাওয়া যায়। সকল পেশার মানুষের সমবায় সমিতি থাকলে, সকলের ঐক্যবন্ধ প্রচেষ্ঠা দেশ থেকে দারিদ্র বিমোচন করা সম্ভব।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন