প্রতিনিধি মহালছড়ি:: "সমবায় শক্তি সমবায় মুক্তি, সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় "এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে মহালছড়ি উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
সকালে জাতীয় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য জাতীয় সমবায় দিবস উদযাপন এর সূচনা হয়। মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক পিপলু রাখায়াইন এর সঞ্চালনায় মহালছড়ি উপজেলা সমবায় অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্য রাখেন, প্রধান অতিথি মহালছড়ি সরকারি কলেজর প্রফেসর অধ্যক্ষ মোঃ শামছুর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা, বিআরডিবি কর্মকর্তা মোঃ জিয়াউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি দীপক সেন, জামায়াতে ইসলামীর প্রতিনীধি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মামুন হোসেন, কাঠ ব্যাবসায়ী সভাপতি মোঃ ইসমাঈল হোসেন,মহালছড়ি উপজেলা মৎস সমবায় সমিতির সভাপতি মোঃ আবল খায়েরসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়।
বক্তারা বলেন, মহালছড়িতে অনেক গুলো সমবায় সমিতি আছে আপনারা যদি এগুলো সঠিক ভাবে পরিচালনা করেন এবং দশ-শতাংশ মায়েদেরকে অন্তর্ভুক্তি করেন তাহলে অনেক বেশি স্বচ্ছতা ও সফলতা পাবেন। মানুষ আদিকাল থেকেই সমবায় পরিক্রমায় চলে আসছে কিন্তু এই সমবায়, ঐক্য, একতা যেন আমরা সঠিক ভাবে পরিচালনা করতে পারি সে ব্যাপারে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সমবায়ের মূল মন্ত্রকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে আহ্বান জানানো হয়।