মো: সোহেল রানা:: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় কবাখালী ইউনিয়ন জালালাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের পরিদর্শন করেছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান।
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) কবাখালী জালালাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন। নামাজ আদায় শেষে মসজিদের উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের কোন কাজ অসম্পূর্ণ থাকে না, সকলে সহযোগীতায় ধীরে ধীরে সম্পন্ন হয়। সরকারের পক্ষথেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব তা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন কবাখালী জালালাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক মো মোতালেব হোসেন, কবাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো আব্দুল খালেক, মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাও আবদুচ ছবুর আল কাদেরী প্রমূখ।