মো: সোহেল রানা,স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালায় কবাখালী ইউনিয়নের বাজার সংলগ্ন জালালাবাদ জামের মসজিদ মার্কেট ডেকোরেশেন কাজের কর্মচারী ডেকোরেশন দোকানের ভিতরের মো: আবু সিদ্দিক(৩৪) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে দীঘিনালা থানা পুলিশ।
বুধবার(২৯অক্টোবর) বিকাল আনুমানিক ৩টার দীঘিনালা উপজেলা কবাখালী জালালাবাদ মসজিদ মার্কেটে আয়োজন ডেকোরেশন দোকান থেকে সিলিং সাথে ঝুলে থাকা মো: আবু ছিদ্দিক(৩৪) মরদেহ উদ্বার করে দীঘিনলা থানায় নিয়ে যাওয়া হয়। সে রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার ৫নং মাইনি মূখ ইউনিয়নে সোনাই গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার আবু তাহের‘র ছেলে।
আয়োজন ডেকোরেশন এর মালিক রনি বড়ুয়া বলেন, আবু ছিদ্দিক আমার ডেকোরেশনে প্রায় জ্জ বছর ধরে কাজ করে, আমি ও আমার কর্মচারী সবাই কাজ করতে গিয়েছিলাম। সে তার শারীরিক অসুস্থার কথা বলে দোকানে ছিল, আমাকে ফোন দিয়ে জানতে চায় আমার কাজ কতটুকু করছি।
পরে আমার আরেক এক কর্মচারী মো: ইসমাইল হোসেন দোকানে আসলে দরজা বন্ধ দেখে পিছন দিয়ে ঢুকে ঝুলন্ত অবস্থায় আবু ছিদ্দিককে দেখতে পায়। পারিবারিক সূত্রে জানান যায়, আবু ছিদ্দিক ব্যবসায়িক ভাবে লোকসান হওয়ার কারনে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে সে।
দীঘিনালা থানা অফিসার ইনজার্চ মো: জাকারিয়া বলেন, কবখালী ইউয়িনের একটি মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিলিং এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার প্যাকেটে একটি সুইসাইড চিরকুট পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।