মো: ছানোয়ার হোসেন,প্রতিনিধি মহালছড়ি:: সারাদেশ ব্যাপী সার বিতরণ নীতিমালা পরিবর্তনের প্রেক্ষিতে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে খুচরা সার বিক্রেতারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় মহালছড়ি উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে ‘খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, মহালছড়ি উপজেলা শাখা’ এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি.ও (ট্রেড অ্যান্ড অর্গানাইজেশন) লাইসেন্স বাতিল না করার দাবি জানান।
তারা বলেন, সরকার ঘোষিত নতুন সার বিতরণ নীতিমালার কারণে দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে কাজ করে আসা পুরানো ডিলার ও বিক্রেতারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এ অবস্থায় তাদের লাইসেন্স বাতিল বা পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে, কৃষক পর্যায়ে সার বিতরণে বড় ধরনের সংকট তৈরি হবে।
খুচরা বিক্রেতারা আরও বলেন, “আমরা বছরের পর বছর কৃষকদের হাতে সার পৌঁছে দিচ্ছি। অথচ নতুন নীতিমালার কারণে আমাদের অস্তিত্ব আজ হুমকির মুখে পড়বে। সরকার যদি আমাদের লাইসেন্স বাতিল করে দেয়, তাহলে কৃষকরা ভোগান্তিতে পড়বে, পাশাপাশি বহু পরিবার জীবিকার পথ হারাবে।”
মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ২০০৯ সালের সার ব্যবস্থাপনা নীতিমালা বহাল রেখে বর্তমান বিক্রেতাদের আইডি ও লাইসেন্স নবায়নের ব্যবস্থা করা হোক। তারা বলেন, কৃষকদের হাতে সময়মতো সার পৌঁছাতে অভিজ্ঞ খুচরা বিক্রেতাদের ভূমিকা অপরিহার্য।
এ সময় বক্তারা আরও দাবি জানান সার বিক্রেতাদের স্বীকৃতি ও নিরাপত্তা নিশ্চিত করা, লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ করা এবং মাঠ পর্যায়ে সার সরবরাহে অনিয়ম রোধে কার্যকর মনিটরিং জোরদার করা।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খুচরা সার বিক্রেতারা অংশগ্রহণ করেন। তারা দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন