ডেস্ক রিপাের্ট:: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পার্বত্য অঞ্চলের পরিস্থিতি বর্তমানে শান্ত এবং সেখানে কোনো বড় ধরনের সমস্যা নেই।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খাগড়াছড়ির গুইমারায় সাম্প্রতিক সহিংসতা নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
খাগড়াছড়ির চলমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “বর্তমানে পাহাড়ের অবস্থা শান্ত। সেখানে এখন উল্লেখযোগ্য কোনো অস্থিরতা নেই। সাম্প্রতিক ঘটনায় উদ্দেশ্য ছিল হিন্দু সম্প্রদায় যেন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালন করতে না পারে।”
তিনি আরও বলেন, “পূজা একটি ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যা শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপন করা প্রয়োজন। কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এটি বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল, তবে তারা তাতে সফল হয়নি।”