স্টাফ রিপাের্টার:: সাম্প্রতিক সময়ে নয় মাস কারাভোগের পর মুক্তি পাওয়া খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক নেতারা প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা সব ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানান।
ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সোলাইমান আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, সব সরকারের আমলেই সাংবাদিকরা হামলা-মামলার শিকার হয়েছেন, কিন্তু সত্যনিষ্ঠ লেখনী অব্যাহত রাখতে হবে।
বক্তব্যের সময় সিনিয়র সহ-সভাপতি এস এম আক্কাছ, মো. এনামুল হক, মো. সালাহউদ্দিন জিকু, ওবায়দুল আকবর রুবেল, ইউসুফ আরাফাত এবং কামরুল ইসলাম সবুজ অভিযোগ করেন, রাজনৈতিক নেতা ও কতিপয় সাংবাদিকের ষড়যন্ত্রের কারণে প্রদীপ চৌধুরীকে মিথ্যা মামলায় কারাভোগ করতে হয়েছে।
সংবর্ধিত সাংবাদিক প্রদীপ চৌধুরী তার বক্তব্যে বলেন, “সৎ সাংবাদিকতার বলি হয়েছিলাম ১৯৯৮-৯৯ সালে ফটিকছড়িতে, আবার হলাম ২০২৪ সালে খাগড়াছড়িতে। দীর্ঘ নয় মাস কারাভোগ আমাকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু মহান মুক্তিযুদ্ধের আদর্শ এবং সৎ সাংবাদিকতার নীতি থেকে বিচ্যুত করতে পারেনি।” তিনি তার দুঃসময়ে পাশে থাকার জন্য সারাদেশের সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।