প্রেস বিজ্ঞপ্তি:: খাগছড়ির সিঙ্গিনালায় ৮ম শ্রেণীর পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ডাকা আগামি বৃহস্পতিবারের (২৫ সেপ্টেম্বর ২০২৫) আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাহাড়ে আন্দোলনরত তিন গণতান্ত্রিক সংগঠন।
আজ বুধবার পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলার শাখার সভাপতি মিঠুন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এন্টি চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ক্যামরন দেওয়ান সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে উক্ত সমর্থন ব্যক্ত করেন।
ধর্ষকদের অবিলম্বে গ্রেফতার ও শান্তির দাবি জানিয়ে তারা বলেন, ইতিপূর্বে সংঘটিত ধর্ষণ ঘটনার বিচার না হওয়ায় কিংবা বিচারে সাজা হলেও মিথ্যা তথ্য উপস্থাপন করে উচ্চ আদালত থেকে জামিনের সুযোগ করে দেওয়ার কারণে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের ওপর যৌন সহিংসতা বেড়ে চলেছে।
নিরাপত্তা বাহিনী ও বহিরাগতদেরকে পাহাড়ি নারীদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি আখ্যায়িত করে নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ন্যায্য অধিকারসহ স্ব-শাসন কায়েম না হলে পাহাড়ি নারীদের ওপর যৌন হামলা ও নির্যাতন রোধ হবে না।
তিন সংগঠনের নেতৃবৃন্দ ধর্ষণ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলতে প্রতিটি স্কুল ও কলেজে "ধর্ষণ বিরোধী শিক্ষার্থীদের জোট" গঠনের আহ্বান জানান। পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক স্বপন চাকমার প্রেরিত বার্তায় এই তথ্য জানানো হয়।