স্টাফ রিপাের্টার:: রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম বাঘাইছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে অবৈধ পথে আনা ভারতীয় ১৯৪ কার্টুন সিগারেট জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য তিন লাখ ৮৮ হাজার টাকা।
বুধবার (২০ আগস্ট ২০২৫) গোপন তথ্যর ভিত্তিতে উপজেলার উগলছড়ি এলাকা থেকে অবৈধ পথে আনা এসব সিগারেট জব্দ করা হয়।
বিজিবির মারিশ্যা জোন (২৭ বিজিবি) কমান্ডার লে. কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে।
এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযানের কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন