স্টাফ রিপাের্টার:: রাঙ্গামাটির লংগদু উপজেলায় তিন লক্ষ নব্বই হাজার টাকা মূল্যের অবৈধ কাঠ উদ্ধার সেগুন কাঠ জব্দ করেছে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি। সোমবার (০৯ অক্টোবর ২০২৩ ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে এসব কাঠ জব্দ করা হয়।
চাইল্যাতলী বিজিবি ক্যাম্প থেকে ২ কিলোমিটার পূর্বে রাঙ্গাপানিছড়া নামক এলাকায় একদল চোরাকারবারী কাঠ পাচারের লক্ষে মজুদ করছে এমন সংবােদ অভিযান চালানো হয়। রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলমের দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর, রাঙ্গীপাড়া অস্থায়ী পোষ্ট ও চাইল্যাতলী বিজিবি ক্যাম্প একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
এ সময় চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কাঠ রেখে দ্রুত পালিয়ে যায়। এতে প্রায় ১৯৫ ঘনফুট সেগুন গোল কাঠ আটক করতে সক্ষম হয় বিজিবি’র দলটি। পরে জব্দকৃত কাঠগুলো রাঙ্গিপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সূত্র জানায়। এ ধরেনর অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে আগামীতেও আভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বিজিবি।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন