স্টাফ রিপাের্টার,বাঘাইছড়ি:: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা মুন্সি পাড়া মসজিদে এক সেট মাইক ও ব্যাটারি উপহার হিসেবে দান করেছেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: নূরউদ্দিন রাজু।
সোমবার (২৮ জুলাই ২০২৫) রাতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সম্পাদক ও মুসুল্লিদের কাছে এসব মাইক ও ব্যাটারি হস্তান্তর করেন। এসময় নূরউদ্দিন রাজুর সাথে তার রাজনৈতিক সহযোদ্ধারাও উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন অবহেলিত থাকার পর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরউদ্দিন রাজুর হাত ধরে মসজিদে উন্নয়নের ছোঁয়া লেগেছে এবং জাতীয়তাবাদী দল বিএনপি দেশের রাষ্ট্রিয় ক্ষমতায় আসলে এই অবহেলিত মসজিদটি পাকা ভবন সহ আরো বৃহৎ উন্নয়ন করার লক্ষে জোরালো ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এই নেতা।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন