সব
facebook raytahost.com
সেনা অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার-আইএসপিআর | Protidiner Khagrachari

সেনা অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার-আইএসপিআর

সেনা অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার-আইএসপিআর

আল-মামুন:: রাঙামাটিতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একে-৪৭ সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) সকাল পৌনে ১০টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময় হয়েছে। অভিযানে এ পর্যন্ত একে-৪৭ সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

এদিকে-খাগড়াছড়ি সেনা রিজিয়ন জানায়, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজপলার দূর্গম নরেন্দ্র কারবারী পাড়ায় অভিযান চালিয়েছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন। অভিযানে ইউপিডিএফের (মূল) সশস্ত্র গোপন আস্থানার সন্ধান মিলে। সেখান থেকে অস্ত্র, ওয়াকিটকি, স্পাই ক্যামেরাসহ সংগঠনটির সামরিক প্রশিক্ষণ শাখার বই উদ্ধার করেছে সেনাবাহিনী।

আজ ভোর রাত ৪ টার পর এসব উদ্ধার করেছে জানিয়েছে সেনাবাহিনী। ইউপিডিএফ (মূল) এর একটি সশস্ত্র দল অবস্থান করছে গোয়েন্দা সুত্রে এমন তথ্য পান। পরে রিজিয়নের নির্দেশনায় ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা গতকাল (সোমবার) রাত থেকেই অভিযানের প্রস্তুতি গ্রহণ করে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে ঘটিকায় বাঘাইহাট জোনের সেনা টহলদল ঐ এলাকায় পৌঁছে অবরোধ ও তল্লাশি অভিযান শুরু করে।

এ সময় সেনাবাহিনী ইউপিডিএফের একটি সশস্ত্র আস্থানা ও দলকে শনাক্ত করতেও সক্ষম হয়। সেখানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের (মূল) কর্মীরা পালানোর চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে জানিয়েছে সেনাবাহিনী।

একপর্যায়ে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ১টি এসএমজি, একটি এলজি, ৩টি দেশীয় তৈরী বন্দুক, ১টি এলজি, ১টি সাব মেশিনগানের ম্যাগাজিন, ১টি পোচ, ৭ রাউন্ড এ্যামোনিশন, ৪২ টি এসএমজি গুলির খালী খোসা, ২টি কার্তুজ, ৪টি ওয়াকি টকি, দুইটি স্পাই ক্যামেরা, ৪ টি ইউপিডিএফ’র পতাকা ও সামরিক শাখার বইসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। অভিযানের নেতৃত্ব দেন বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে.কর্ণেল মো. মাসুদ রানা।

সেনাাবহিনী জানায়, তাদের অভিযান শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে। পাহাড়ের শান্তিপূর্ণ সাধারণ জনগণের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি রেখে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী বদ্ধপরিকর।

আপনার মতামত লিখুন :

পানির তৃষ্ণা মিটালো বাঘাইহাট জোন

পানির তৃষ্ণা মিটালো বাঘাইহাট জোন

সেনাবাহিনীর ছোঁয়ায় বদলে গেলো দুর্গম ভূয়াছড়ি

সেনাবাহিনীর ছোঁয়ায় বদলে গেলো দুর্গম ভূয়াছড়ি

রাঙামাটি পেল প্রথম নারী জেলা প্রশাসক

রাঙামাটি পেল প্রথম নারী জেলা প্রশাসক

পাহাড়ের ঘোষিত বিএনপির প্রার্থী যারা

পাহাড়ের ঘোষিত বিএনপির প্রার্থী যারা

কাপ্তাই হ্রদে নৌকাডুবিতে সেনাবাহিনীর উদ্ধার অভিযান

কাপ্তাই হ্রদে নৌকাডুবিতে সেনাবাহিনীর উদ্ধার অভিযান

গন্তব্যে ফিরলো সাজেকের ৪ শতাধিক পর্যটক

গন্তব্যে ফিরলো সাজেকের ৪ শতাধিক পর্যটক

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com