স্টাফ রিপোর্টার:: অস্ত্র আইনে খাগড়াছড়িতে এক আসামীর ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে বিচারকি আদালত। রবিবার (১৭ জুলাই ২০২৫) দুপুরে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (স্পেশাল ট্রাইবুন্যাল-৪) এর বিচারক শায়লা শারমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামীর নাম খজেন্দ্র ত্রিপুরা (৪৫)। তিনি মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের তৈকাডাং হরিপূর্ণ পাড়ার বাসিন্দা কিশোর চান ত্রিপুরার ছেলে।
২০২১ সালের ৬ জানুয়ারিতে মাটিরাঙ্গা পৌরসভার সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল (এলজি), একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ খজেন্দ্র ত্রিপুরাকে আটক করে চট্টগ্রাম র্যাব-৭ এর একটি দল।
ওই রাতে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়। পরদিন তাকে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়। কয়েক মাস হাজতবাসের পর জামিনে বের হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, মামলার দীর্ঘ যুক্তিতর্ক এবং স্বাক্ষ্য প্রমাণ শেষে রবিবার আসামীর উপস্থিতিতে রায় প্রদান করেন বিচারক।
আসামী খজেন্দ্র ত্রিপুরা দোষী সাব্যস্ত হওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন