স্টাফ রিপাের্টার:: ঘুষ গ্রহণ, যৌতুক দাবি ও অন্যান্য একাধিক মামলায় রামগড় পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী শাহজাহান রিপনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্রে জানায়, কাজী শাহজাহান রিপন এর বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর মধ্যে একটি নারী নির্যাতন ও যৌতুক দাবির। দীর্ঘদিন তিনি আত্মগোপনে থাকার পর আজ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রামগড় পৌরসভার সাবেক মেয়র কাজী রিপনকে গ্রেপ্তার এর বিষয়টি নিশ্চিত করেছে রামগড় থানার এএসআই আবদুল আলিম।