ডেস্ক রিপাের্ট:: ভারী বৃষ্টিপাতে বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে বৃহস্পতিবার থেকে ওই রুটের সাজেক পর্যটন কেন্দ্রে আগত পর্যটকবাহী গাড়িসহ সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সাজেক পর্যটন কেন্দ্রে অন্তত চার শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে বৃহস্পতিবার ভোর থেকে ওই রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক থেকে পাহাড় ধসের মাটি সরানোর চেষ্টা চালাচ্ছেন।
ঘটনাস্থল পরিদর্শন করে সাজেকের ইউপি চেয়ারম্যান আতুলাল চাকমা জানান, বাঘাহাট-সাজেক সড়কের নন্দারাম এলাকায় ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে বৃহস্পতিবার ভোর থেকে সাজেকে যাওয়ার সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সাজেকগামী পর্যটকরা। তিনি আরও জানান, সড়ক থেকে মাটি সরাতে বড় এস্কেভেটরের প্রয়োজন। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগিতায় মাটি সরানোর কাজ করছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, পাহাড় ধসের কারণে সড়কের তিনটি স্থানে মাটি পড়ে রয়েছে। উদ্ধার কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আরও এক ঘণ্টার মতো সময় লাগবে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন