গুইমারা বাজারের টাকার দ্বন্দ্ব!
স্টাফ রিপাের্টার:: বাজার ইজারার লেনদেনের পাওয়া ৯ লাখ ২৫ হাজার টাকার মধ্যে মাত্র ২৫ হাজার টাকা পেয়েছেন এই অভিযোগ থেকেই বিরোধ শুরু। অভিযোগকারী এনসিপির ‘প্রস্তাবিত জেলা কমিটির’ যুগ্ম আহ্বায়ক মো. রাসেলের দাবি, পুরো লেনদেনে মনজিলা সুলতানা ঝুমা জড়িত থাকলেও তাকে প্রায় উপেক্ষিত রাখা হয়েছে। এখান থেকেই দলীয় বিরোধ প্রকাশ্যে আসে, যা শেষমেশ গড়িয়েছে থানা অবধি।
১২ জুলাই খাগড়াছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মনজিলা সুলতানার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ তোলেন রাসেল। একই দিন রাতে তিনি খাগড়াছড়ি সদর থানায় নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে মনজিলা সুলতানার বিরুদ্ধে সাংগঠনিক বিরোধ, অনিয়ম, মামলায় জড়ানোর হুমকি প্রদানসহ একাধিক অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পাল্টা জিডিতে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মনজিলা সুলতানা ঝুমা অভিযোগ করেন, রাসেল তার বিরুদ্ধে ফেসবুকে কটাক্ষমূলক পোস্ট ও মন্তব্য করেছেন। এছাড়া বিভিন্ন আইডি থেকে সম্মানহানিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, জিডি দুইটি গ্রহণের পর তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন