প্রতিনিধি মহালছড়ি:: “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫। এ উপলক্ষে সোমবার (১৪ জুলাই ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা করে।
মহালছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপময় তালুকদার এর সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান।
সভায় বিশেষ অতিথি ছিলেন, মহালছড়ি থানার সাব ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মৎস কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা,উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জনসংখ্যা একটি গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়। এর ভারসাম্য রক্ষা ও সচেতনতা বাড়াতে তরুণ সমাজকে সম্পৃক্ত করা জরুরি। পরিবার পরিকল্পনা, মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্যসেবা ও বাল্যবিবাহর সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।
সভা শেষে প্রধান অতিথি উপজেলায় শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী সঞ্জিতা বড়ুয়া ও পরিবার কল্যাণ পরিদর্শিকা সুজনতা চাকমা, এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক ওয়াহিদ উল্লাহ্ কে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন এবং তরুণদের উদ্দীপ্ত করতে বিশেষ বার্তা প্রদান করে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন