স্টাফ রিপাের্টার:: বান্দরবানের সীমান্তে নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বার্মিজ সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত চালানো চোরাচালানবিরোধী এই অভিযানে উদ্ধার করা হয় মোট ১ লাখ ১৪ হাজার ৮৮০ প্যাকেট বিদেশি সিগারেট। যার বাজারমূল্য কোটি টাকারও বেশি।
বিজিবির ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসকেএম কপিল উদ্দিন কায়েস বলেন, “সীমান্তে অতিবৃষ্টির মধ্যেও আমাদের সদস্যরা চ্যালেঞ্জিং টহল পরিচালনা করেছেন। বিজিবি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।”
তিনি আরও জানান, জব্দকৃত সিগারেটগুলো মালিকবিহীন অবস্থায় ফেলে রাখা ছিল এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা ধ্বংস করা হবে। সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলোতে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে, যাতে করে মাদক ও চোরাচালানকারীরা কোনোভাবেই সুবিধা নিতে না পারে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে ও জানান তিনি।
স্থানীয়রা বিজিবির এ তৎপরতাকে স্বাগত জানিয়ে বলেন, এমন ধারাবাহিক অভিযানে সীমান্ত এলাকা অনেকটাই নিরাপদ হচ্ছে। তারা মাদক ও চোরাচালান প্রতিরোধে আরও কঠোর অভিযান পরিচালনার দাবি জানান।