
নেতৃত্বে মাকসুদুল আলম,আহম্মেদ শামিম।
আল-মামুন:: পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপির)'র খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার উদ্যোগে “কমিটি গঠন ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই ২০২৫) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সংলগ্ন পিসিএনপির খাগড়াছড়ি জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটির এর যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন-পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

এছাড়াও সভায় খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম রায়হান, জেলা দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম জুনায়েদ,জেলা প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম এবং সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক কাঠামো এবং ছাত্র রাজনীতির ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা।ছাত্রদের সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের অধিকার ও উন্নয়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান সংগঠনের নেতারা।

পরে ১ বছরের জন্য খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার নতুন নেতৃত্ব নির্বাচন করে কমিটি গঠন করা হয়। এতে মাকসুদুল আলমকে সভাপতি, আহম্মেদ শামিমকে সাধারন সম্পাদক ও হাফিজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের মাধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।