স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির গুইমারায় গৃহশিক্ষিকাকে যৌন নীপিড়নের অভিযোগে বিটু বড়ুয়া (৩৮) নামে এক গৃহকর্তাকে আটক করেছে গুইমারা থানার পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) রাতে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গতকাল বুধবার বিকেলে উপজেলার গুইমারা ইউনিয়নের লন্দুক্যাপাড়ায় বিটু বড়ুয়ার ছেলেকে পড়াতে যান গৃহশিক্ষিকা। সে সুযোগে ঐ গৃহশিক্ষিকাকে যৌন হয়রানির চেষ্টা করে অভিযুক্ত বিটু। এই ঘটনায় থানায় অভিযোগ করার পর বিটু বড়ুয়াকে পুলিশ গ্রেফতার করে।
আটকের সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, ভুক্তভোগী নারীর মা থানায় লিখিত অভিযোগ করলে বিটু বড়ুয়াকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন